সকল মেনু

গাইবান্ধায় জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটরকে লাঞ্জিত করার ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন

 গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তারিখ হোসেনের কক্ষে জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো: আব্দুল গোফ্ফার সরকার লাঞ্জিত হওয়ার ঘটনার বিচারের দাবীতে বুধবার দুপুর দেড়টার গাইবান্ধা জেলার জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটরগণের জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও কর্মরিবতি পালন করছেন। সূত্র মতে জানা যায়, মঙ্গলবার বিকাল চারটায় গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তারিখ হোসেন জেলা হিসাব রক্ষণ অফিসারকে ফোনে অডিটর মো: আব্দুল গোফ্ফার সরকার-কে তার কক্ষে প্রেরণের জন্য অনুরোধ করেন। সে প্রেক্ষিতে জেলা হিসাব রক্ষণ অফিসার সংশ্লিষ্ট অডিটরকে তার সংগে দেখা করতে বলেন। অডিটর আব্দুল গোফ্ফার সরকার তাঁর সংগে দেখা করতে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তারিখ হোসেনের উপস্থিতিতে এবং তাঁর সম্মূখে তাঁরই কক্ষে তাঁর এম.এল.এস.এস মো: কমল চৌধুরী অডিটর আব্দুল গোফ্ফার সরকারকে অকথ্য ভাষায় গালি দেয় এবং অডিটর মো: আব্দুল গোফ্ফার সরকার-এর গলাচিপে ধরে নিচে ফেলে দেন এবং চোয়ালে ও চোখে ঘুষি মারেন। ফলে তার চশমা ভেঙ্গে যায় এবং তিনি চোখে মারাক্তকভাবে আঘাত পান। যেহেতু ঐখানে বাধা প্রদান করার কেউ না থাকায় তিনি হাত ও পা দ্বারা অব্যহতভাবে আঘাত করতে থাকেন। ফলে অডিটর আব্দুল গোফ্ফার সরকার ভীষনভাবে আহত হন। আহত অডিটর অফিসে ফিরলে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। এর সুষ্ঠু ও ন্যায় বিচার না হওয়া পর্যন্ত অডিটর গত কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন সিজিএ কর্মচারী সমিতি গাইবান্ধা শাখার সভাপতি এ কে এম ফজলুল করিম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।এব্যাপারে খোজ নিয়ে জানা যায় যে, উক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তারিখ হোসেন তার জিপিএফ হিসাবে স্লিপ চেয়েছিলেন কিন্তু সফওয়ারে সমস্যা থাকায় উক্ত জিপিএফ হিসাবে স্লিপ করতে দেরি হওয়ায় ঐ অডিটরকে ডেকে পাঠিয়েছিলেন।
এব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে, মামলা নম্বর (28/304, 20/08/2014)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top