সকল মেনু

মার্কিন সাংবাদিক জেমস ফোলের শিরশ্ছেদ করল আইএস

 ডেস্ক রিপোর্ট : এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রায় দুই বছর আগে সিরিয়া থেকে জেমস ফোলে নামের ওই সাংবাদিক নিখোঁজ হয়েছিলেন। ‘এ মেসেজ টু আমেরিকা’ নামের ওই ভিডিওটি মঙ্গলবার বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। ইরাকে আইএস যোদ্ধাদের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোলের মা ডায়ানে ফোলে এক টুইটার বার্তায় ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, ফোলে বিশ্বের সামনে সিরিয়ার মানুষের দুর্দশার খবর তুলে ধরতে চেয়েছিলেন। ডায়ানে ফোলে লেখেন, ‘বাকি জিম্মিদের হত্যা না করার জন্য আমরা অপহরণকারীদের প্রতি অনুরোধ জানাই। ইরাক, সিরিয়া কিংবা বিশ্বের অন্যত্র আমেরিকা সরকারের নীতির ওপর অপহৃতদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

তথ্যসূত্র : আল জাজিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top