সকল মেনু

জাকারবার্গ মাথায় বরফঠান্ডা পানি ঢাললেন

 ডেস্ক রিপোর্ট : চ্যালেঞ্জ, মাথায় বরফশীতল পানি ঢালতে হবে। তা-ই করে দেখালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। খুব ঠান্ডা এক বালতি পানি, যা প্রায় বরফের মতো বা কখনো বরফের টুকরোর মতো হতে পারে, মাথায় ঢেলে দিলেন নিজ হাতে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও দুদিন আগে একই চ্যালেঞ্জ মোকাবিলা করেন। অবশ্য নাদেলার মাথায় তার এক সহকর্মী বরফঠান্ডা পানি ঢেলে দেন। এ ব্যাপারটিকে বলা হচ্ছে ‘আইস বাকিট চ্যালেঞ্জ’। এর অন্তর্নিহিত অর্থ কঠিন বাস্তবতা মোকাবিলা করা। স্নায়ুর ক্ষয়জনিত রোগ প্রতিরোধের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে অনলাইনে এ চ্যালেঞ্জ ছোড়া হয়। যুক্তরাজ্যের ‘ম্যাকমিলান ক্যান্সার’ নামক সংস্থা বিশ্বের বড় বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের প্রতি আইস বাকিট চ্যালেঞ্জ জানায়। এরপর থেকে ওইসব কর্মকর্তারাই আবার অন্যকে এ চ্যালেঞ্জ জানাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জাকারবার্গ তার চ্যালেঞ্জ পূরণ করেছেন। এদিকে জাকারগার্ব আইস বাকিট চ্যালেঞ্জ জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের একজন সহকর্মী এবং নেটফিক্সের বস রিড হাস্টিংসকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও চ্যালেঞ্জ জানানো হয়। তিনি তাতে অপারগতা প্রকাশ করে তহবিলে অনুদান দেবেন বলে জানিয়েছেন। নিউরোডিজেনারেটিভস অ্যামিট্রফিক লেটারাল স্কেলেরোসিস (এএলএস) নাকম স্নায়ুর ক্ষয়জনিত রোগ প্রতিরোধের জন্য তহবিল গঠন করা হচ্ছে। এতে বেশ সাড়া পাচ্ছেন আয়োজকরা।

তথ্যসূত্র : অরেঞ্জ অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top