সকল মেনু

সাগর-রুনির তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

 আদালত প্রতিবেদক: মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম সারোয়ার সাগর ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে তলব করেছে আদালত।মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. তারেক মাইনুল ইসলাম ভুইয়া মামলার তদন্ত কর্মকর্তা র্যা বের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলীকে আদালতে তলব করেছেন। মামলার নথীপত্রে দেখা যায়, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর গত ৩০ মাসের মাসেও মামলার তেমন কোন অগ্রগতি হয়নি। ৩০ মাসে ২৬ বার মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। মামলার বিভিন্ন আলামতের সাথে গ্রেফতারকৃত ৮ আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয় স্বজনের ডিএনএ টেস্ট রিপোর্টের উপরেই এখন ভরসা র্যা বের। সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়ে গত ১৬ মার্চ ঢাকার সিএমএম আদালত মামলার তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করেছিলেন। আদালতের নির্দেশে গত ২০ মার্চ তদন্ত কর্মকর্তা ওয়ারেছ আলী আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। তাতে তিনি উল্লেখ করেন, মামলায় জব্দকৃত আলামতের সাথে ম্যাচিং করার জন্য গ্রেফতারকৃত ৮ আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয়-স্বজনের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। আংশিক প্রতিবেদন পাওয়া গেছে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ডিএনএ প্রতিবেদন ও তদন্ত ফলাফলের উপর ভিত্তি করে যথাশীঘ্র সম্ভব আদালতে চার্জশিট দেওয়া হবে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত্রে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন এ সাংবাদিক দম্পত্তি। এরপর তিন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার এসআই জহুরুল ইসলাম, ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম ও র্যা বের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ’র হাত ঘুরে বর্তমানে হাত ঘুরে বর্তমানে র্যা বের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া মামলাটি তদন্ত করছেন। মামলার বাদি নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান সাংবাদিকদের জানন, সাগর-রুনি হত্যার তদন্তে বর্তমানে কোন অগ্রগতি নেই। র্যা ব তদন্ত অগ্রগতির কোন খবরও আমাদের জানায় না। মামলাটি দীর্ঘ সময় তদন্ত করেছেন র্যবের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ। সম্প্রতি তিনি মিশনে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top