সকল মেনু

স্বাস্থ্যমন্ত্রী এবোলা নিয়ে জরুরি বৈঠকে

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সম্প্রতি আফ্রিকা মহাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া এবোলা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকে বসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।  স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ থেকে এর আগে যেসব ভাইরাস বাংলাদেশে এসেছে, তা সফলভাবে আমরা মোকাবেলা করতে পেরেছি। এখন বিশ্বব্যাপী নতুন এ ভাইরাস নিয়ে আতঙ্ক রয়েছে। এখন কীভাবে এর প্রতিরোধ করা যায় তা নিয়ে আমরা বৈঠকে বসেছি। রোগতত্ত্ব বিভাগের পরিচালক মাহমুদুর রহমান জানান, ১৯৭৬ সালে কঙ্গো ও সুদানে এ ভাইরাসটি প্রথম দেখা দেয়। কঙ্গোর একটি নদীর নাম এবোলা। সে কারণেই এই ভাইরাসের নাম রাখা হয়েছে এবোলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top