সকল মেনু

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  ডা. জি এম  ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রংপুরে দৈনিক দাবানল এবং দৈনিক যুগের আলো পত্রিকার তিন সাংবাদিক পুলিশ কর্তৃক লাঞ্ছিত হবার ঘটনায় গতকাল বুধবার কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দাবানল পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলাম সুমন ও মিয়া মোহাম্মদ সোহেল এবং দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক হারুন অর রশিদ হারুনকে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা প্রেসক্লাব কুড়িগ্রাম প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে । দুপুর ১২ঘটিকায় জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান’র নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি আদর্শ পৌরবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রেসক্লাব ভবনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় । জেল  প্রেসক্লাবের যুগ্ম সাধার সম্পাদক ডা. জি এম ক্যাপ্টেন, জেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাব’র সভাপতি হাফিজুর রহমান বাবু, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাষ্টার, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবুল,  দৈনিক সংগ্রাম পত্রিকার ঢাকার ফটোসাংবাদিক আব্দুল হাই, ক্লাব সদস্য খাজা ইউনুস ইসলাম ঈদুল,  জেলা প্রেসক্লাবের শিশু সাংবাদিক বিষয়ক সম্পাদক সৌরভ কুমার ঘোষ, জি এম রাশেদুল ইসলাম  প্রমুখ। বক্তাগন উক্ত প্রতিবাদ সমাবেশে থেকে সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন এবং আর যেন কোথাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন লাঞ্ছিত ও হয়রানির শিকার না হয় তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top