সকল মেনু

বঙ্গবন্ধু, বাংলাদেশ আর স্বাধীনতা একই সুতোয় গাঁথা – রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ আর বাংলাদেশের স্বাধীনতা একই সুতোয় গাঁথা। চন্দ্র-সূর্য্যকে বাদ দিয়ে যেমন পৃথিবীর আলোর কথা চিন্তা করা অসম্ভব ঠিক তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা অসম্ভব। মন্ত্রী পাবলিক লাইব্রেরীর হল রুমে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগের আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কে হত্যার মধ্যে দিয়ে শুধু আমরা একজন নেতাকেই হারাইনি আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে। যারা বঙ্গবন্ধুকে সে সময় হত্যা করেছে সেই হত্যাকারী ও হত্যার ষড়যন্ত্র কারীরা এখনো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনা। তারা বাংলাদেশ কে মেনে নিতে পারেনি তাই এখনো শান্ত বাংলাদেশকে অশান্ত করে যাচ্ছে।অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ভূঁইয়া সফিকুল ইসলাম, কবি অসীম সাহা, কবি অমৃত মাইতি, অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও কবি আসলাম সানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top