সকল মেনু

বুদ্ধি কমে লিপস্টিকে

 লাইফস্টাইল ডেস্ক :  লিপস্টিকের প্রতি অনেক নারীরই রয়েছে বিশেষ প্রীতি। বাড়ি থেকে বেরুনোর আগে ঠোঁটে একটু বুলিয়ে নেওয়া অনেক নারীরই অভ্যাস। তাই নারীরা সৌন্দর্যচর্চায় লিপস্টিককে অপরিহার্য বলেই মনে করেন। লিপস্টিক প্রেয়সীদের জন্য দুঃসংবাদ হচ্ছে, লিপস্টিক ব্যবহারে বুদ্ধি কমে যেতে পারে। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। গবেষকেরা বলছেন, লিপস্টিকে রয়েছে ক্ষতিকারক সীসা। যা বুদ্ধি, আচরণ ও শেখার ক্ষমতার খুব খারাপ প্রভাব ফেলতে পারে। গবেষণার জন্য তারা ২২টি ব্র্যান্ডের লিপস্টিক পরীক্ষা করেন। এর ১২টি ব্র্যান্ডের লিপস্টিকেই সীসার উপস্থিত রয়েছে। অবশ্য লিপস্টিকে খুব কম মাত্রার সীসা ব্যবহার করা হয়। তা সত্ত্বেও গবেষকেরা বলছেন, সামান্য পরিমাণ সীসাও স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে

বোস্টনের সীসার প্রভাব প্রতিরোধ কর্মসূচির চিকিৎসক ডা. সিন পালফ্রের মতে, সামান্য পরিমাণ সীসা স্বাস্থ্যের উপর ব্যাপক খারাপ প্রভাব বিস্তার করতে পারে। এটি মানসিক স্থিতির উপরেও খারাপ প্রভাব ফেলে। বিশেষত, গর্ভবতী মহিলাদের গর্ভজাত সন্তানের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

লিপস্টিকে ব্যবহৃত বিভিন্ন রঙের মধ্যেই সীসা থাকে। গবেষণায় ৫৫ শতাংশ লিপস্টিকে সীসার উপস্থিতি পাওয়া গেছে। ২০১০ সালে আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর একটি গবেষণায় লিপস্টিকে অতিরিক্ত মাত্রায় সীসা পাওয়া গিয়েছে। এবারে অনেক কম পরিমাণ সীসার ব্যবহার পরিলক্ষিত হয়েছে। এটাকে ভালো লক্ষণ বলেই মনে করছেন।

তথ্যসূত্র : ইন্টারনেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top