সকল মেনু

ওয়াহিদ মিল্টনের কাছ থেকে টেলিফোনে মোটা অংকের চাঁদা দাবী করায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ‌‌‌‌‌‍‍

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য এবং এসএ টিভির এ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টনের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা রাজধানীর খিলগাঁও থানায় ওয়াহিদ মিলন্টনের জিডির উদ্ধৃতি দিয়ে বলেছেন, একজন নারী সাংবাদিকের পরিচয় দিয়ে ওয়াহিদ মিল্টনের কাছ থেকে টেলিফোনে মোটা অংকের চাঁদা দাবী করে এবং নারীঘটিত বিষয়ে নিউজ করার হুমকি দেয়। এ ধরনের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থি। নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top