সকল মেনু

ঝিনাইদহে ৭ দিন পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করেছে র‌্যাব-৬

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  অপহরণের ৭ দিন পর ঝিনাইদহে লিটন (৩০) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার কলমনখালী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুইটি আগ্নেয়াস্ত্রসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকরা হলো- সদর উপজেলার মগরখালী গ্রামের ইসহাক আলীর ছেলে আবু জাফর বিশ্বাস (২৬) ও মহিষাডাঙ্গা গ্রামের মঈনুদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৩৭)। ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের সফিউদ্দিন মাস্টারের ছেলে লিটন হোসেনকে ৩০ জুলাই নিজ গ্রাম থেকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণকারীরা লিটনের পরিবারের কাছে মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পরদিন ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। লিটন দীর্ঘদিন ভারতে থাকতেন। তিন মাস আগে তিনি বাড়ি ফিরেছেন। র‌্যাব কমা-ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভোর ৫ টার দিকে সদর উপজেলার কলমনখালী গ্রামের হাইস্কুলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে অপহৃত লিটন হোসেনকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে একটি নাইন এমএম পিস্তল ও একটি শর্টগানসহ আটক করা হয় আবু জাফর বিশ্বাস ও মোশাররফ হোসেন ।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top