সকল মেনু

চাঁদপুরে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল ও সভা

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: হাসপাতাল ভাংচুর ও লাঞ্ছনার প্রতিবাদে চাঁদপুরে প্রতিবাদ মিছিল ও সভা করেছে চিকিৎসকরা। রোববার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে থেকে চিকিৎসকরা প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল কার্যালয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএমএ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বিএমএ সভাপতি ডাঃ হারুন-অর-রশিদ (সাগর), সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম প্রমুখ। গত ২৬ জুলাই চাঁদপুর শহরে রয়েল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে এক রোগির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাংচুর ও চিকিৎসককে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে জেলা বিএমএ প্রতিবাদ মিছিল ও সভা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top