সকল মেনু

“বন্যায় পূর্বেই প্রস্তুতি গ্রহণ করা হলে জান ও মালে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব”, লিটন

 গোলাম মোস্তফা রাঙ্গা,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা মোকাবেলায় পারিবারিক ও সামাজিক প্রস্তুতি সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম লিটন উপরোক্ত মন্তব্য করেন। বৃস্পতিবার গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যা প্রস্তুতিমূলক প্রকল্পের (এফপিপি) আওতায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ইনসেপশান মিটিং অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বন্যা মোকাবেলায় পারিবারিক ও সামাজিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন গাইবান্ধা জেলার আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট মুহাম্মদ সাজ্জাদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোঃ আরিফের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সুন্দরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেজিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা রাঙ্গা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top