সকল মেনু

উত্তাল হয়ে উঠেছে মেঘানা-ডাকাতিয়ার মিলনস্থল

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: উত্তাল হয়ে উঠেছে চাঁদপুরের মেঘনা ডাকতিয়া নদীর মিলনস্থল হিসেবে পরিচিত বড় স্টেশন মোলহেড এলাকা। প্রচন্ড স্রোতের পাশাপাশি নদীতে ঘুর্নাবর্তের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকাল হতে বড় স্টেশন থেকে ইচলী রূটে যাত্রীবাহী লঞ্চ  চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিআইডব্লিউটি’র উপ পরিচালক ও বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, বড় স্টেশন মোলহেডে স্বাভাবিকের চেয়ে পানি বেশি বৃদ্ধি পাওয়া এবং সেখানে প্রচন্ড ঘুর্ণণ সৃষ্টি হওয়ায় কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই যাত্রীদের যান-মাল রক্ষার্থে ডাকাতিয়া নদীর ইচলী লঞ্চ ঘাট থেকে কোন প্রকার লঞ্চ মঙ্গলবার থেকে ছেড়ে যাবে না। সেই সাথে ঢাকা ও চাঁদপুর ঘাট থেকে কোন লঞ্চ ইচুলী ঘাটে যাবে না। মোলহেড এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় গেল মাসের শেষ দিকে চাঁদপুর বড় স্টেশন লঞ্চঘাট ডাকাতিয়া নদী থেকে স্থানান্তর করা হয় মাদ্রাসা রোডের মেঘনা নদীর বিকল্প লঞ্চ ঘাটে।  উল্লেখ্য, গেল দুই দশকে এই মোলহেড এলাকায় কয়েকটি লঞ্চ ডুবির ঘটনায় সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এ জন্যে প্রতি বছর বর্ষা মৌসমে চাঁদপুর লঞ্চঘাটটি স্থানান্তর করা হয় মাদ্রসা রোডের বিকল্প লঞ্চঘাটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top