সকল মেনু

ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই সাকিব- পাপন

 ক্রীড়া প্রতিবেদক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে দেওয়া শাস্তি পুনর্বিবেচনার জন্য রোববার আবেদন করেছেন তিনি। তবে সাকিবের শাস্তি কমবে কি কমবে না, সে বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ ছাড়া তিনি আরো জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না সাকিব। সোমবার রূপসি বাংলা হোটেলে আইসিসির সভাপতিকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। সাকিবের বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘সাকিব তার শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। আবেদনপত্রটি আমি হাতে পেয়েছি। তার বিষয়ে ঈদের পরে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তার আচরণ শোধরাতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘যেহেতু সিদ্ধান্তটি ঈদের পরে নেওয়া হচ্ছে, সেহেতু সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছে না।’ এদিকে দেড় বছরের জন্য দেশের বাইরের কোনো লিগে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না সাকিব। এই নিষেধাজ্ঞা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘যখন আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম, বোর্ড পরিচালকদের মধ্যে ৯০ ভাগের বেশি চেয়েছিল তার শাস্তি হোক। ওইখান থেকে আমরা একটা জায়গায় এসে শাস্তিটা ঘোষণা করি। আমরাতো আসলে কোন খেলোয়াড়ের বিরুদ্ধে না। ওর মত তারকা খেলোয়াড় আমাদের দেশের জন্য খেলুক আমরা সবাই চাই। আমরা চাচ্ছি যে খেলার সাথে সাথে মানবিক যে গুণাবলি থাকে সাকিব সেগুলোও আয়ত্ব করুক।’ উল্লেখ্য, আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top