সকল মেনু

পিএস অপুর জামিন নাকচ

 আদালত প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় তার জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে জামিন শুনানির জন্য আসামি অপুকে একটি হুইল চেয়ারে করে কারাগারের হাসপাতালে করে আদালতে হাজির করা হয়। এরআগে আসামিপক্ষের আইনজীবী খান মোহম্মদ মঈনুল হাসান ও মো.তরিকুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন আদালতে। অপর দিকে দুদকের আইনজীবী হিসাবে বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধীতা করেন। মামলায় নথি সুত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির হত্যা মামলার আসামিদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়। এই মামলার আসামি হলেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপু। পরে ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় করা এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করা হয়। এরপরে গত ১৮ জুন রাজধানীর গুলশান থানায় চাঁদাবাজির একাটি মামলায় আসামি অপু ঢাকা মহানগরের ২ নম্বর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করেন। পরে সেই মামলায় তিনি জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পঠিয়ে দেন হাকিম মোহাম্মদ আতাউল হক। পরে এই মামলায় আসামি অপুকে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top