সকল মেনু

কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেলামেশা; বিয়ে না করার মামলা

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): মহেশপুরে এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে মেলা মেশা করলেও বর্তমানে বিয়ে করতে অস্বীকার করেছে ঐপ্রতারক। এঘটনায় এলাকায় শালিশ বৈঠক করেও কোন লাভ না হওয়ার কারনে অবশেষে থানায় মামলা হয়েছে।এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,(ছদ্দ নাম)“আর খাতুন” নামে মহেশপুর সরকারী  ডিগ্রী কলেজের এক ছাত্রীর সাথে মহেশপুর উপজেলার জলিলপুর মাঠপাড়ার ইউনুচ মন্ডলের প্রতারক পুত্র (মুন্না ভ্যারাইটি স্টোরের) মালিক মেহেদী হাসান বিয়ে করার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটির সরলতার সুযোগ নিয়ে মেলা মেশা ও প্রেম করে আসছিল। মুন্না ও ‘আর’খাতুনের প্রেম কাহীনি এলাকায় জানাজানি হয়ে গেলে প্রতারনার স্বীকার কলেজ ছাত্রী ‘আর খাতুন’ বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু প্রতারক মেহেদী হাসান বিয়ে করতে অস্বীকার করেন। প্রতারক মেহেদী হাসান বিয়ে করতে অস্বীকার করলে ‘আর’ খাতুন কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। এলাকায় শালিশ বৈঠক করেও কোন লাভ না হওয়ার গত ১০ জুন মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৮। এ ব্যাপারে ঐ ছাত্রী জানান,মেহেদী হাসান মুন্না আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। ‘আর’ খাতুনের ভাবি জানান, ২বছর পূর্বে প্রতারক মেহেদী হাসান বিয়ে করবে বলে তাকে নাক ফুল পরিয়ে রেখেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আনোয়ার হোসেন জানান,আমি তদন্তে গিয়েছিলাম মেয়েটির কয়েকটি পরীক্ষা করার পর ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা হওয়ার পর থেকে প্রতারক মেহেদী হাসান মুন্না পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top