সকল মেনু

ঈদে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা,নাশকতা ঠেকাতে কঠোর পদক্ষেপ-রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: ঈদে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা ও কঠোর পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। নাশকতা ঠেকাতে এবং যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে সকল ষ্টেশনে র‌্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকবে। ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রেনের শিডিউল ঠিক রাখার ব্যপারে কর্মকর্তাদের বিশেষ নিদের্শ দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় সেন্ট্রাল কন্ট্রোল রুম ছাড়াও চারটি ডিআরএম অফিসে কন্ট্রোল রুমের মাধ্যেমে যাত্রীদের বিশেষ সেবা দেওয়ার পদক্ষেপ। প্রতিটি ষ্টেশনে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। যে টিম সকল কাজ মনিটর করবে এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। রেলের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে রেলওয়ে মন্ত্রণালয়। শনিবার কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি এসব কথা বলেন।  মন্ত্রী আরো বলেন, টিকিট কালোবাজারী রোধে এবার ঈদের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এছাড়া ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। এবারই একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন এছাড়া ২৭ জুলাই থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। এবার ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনে বাড়তি ১৬৬ বগি যোগ করা হবে এবং পুরাতন ২০৫টি লোকোমটিভ ইঞ্জিন মেরামত করা হয়েছে। মন্ত্রী বলেন, প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ১৮ হাজার টিকিট দেওয়া হবে। আগের ছাপানো টিকিটগুলো শেষ হলে কালোবাজারি রোধে টিকিটে যাত্রীর বয়স এবং নারী-পুরষ উল্লেখ থাকবে।  এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহব্যবস্থাপক মোজ্জম্মেল হক, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, লাকসাম পৌর মেয়র মফিজুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা তাবারুক উল্লাহ কয়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী, যুবলীগনেতা রফিকুল ইসলাম হিরা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনী ও রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top