সকল মেনু

কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

 ক্রীড়া ডেস্ক : দুর্বার কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রতালেজার আরেনা কাস্তেলাওয়ে বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় ম্যাচটি শুরু হয়। ব্রাজিলের হয়ে থিয়াগো সিলভা ও ডেভিড লুইস একটি করে গোল করেন। কলম্বিয়ার হয়ে গোল-ব্যবধান কমান জেমস রদ্রিগেজ। ম্যাচের শুরুতেই থিয়াগো সিলভার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭ মিনিটে নেইমারের নেওয়া কর্নার কিক থেকে গোল করেন ব্রাজিলের অধিনায়ক সিলভা। প্রথমার্ধের ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। ৬৯ মিনিটে ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন ডেভিড লুইস। ৩০ গজ দূর থেকে শটটি নেন পিএসজির এই তারকা ডিফেন্ডার। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেন চিলির বিপক্ষে। এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান জেমস রদ্রিগেজ। ডি বক্সের ভেতরে জুলিও সিজার ফাউল করে হলুদ কার্ড পান। রদ্রিগেজের বিশ্বকাপে এটি ষষ্ঠ গোল। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল কলম্বিয়া। দেশটি প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top