সকল মেনু

শেষ নেইমারের বিশ্বকাপ

 ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলায় আঘাত পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল নেইমারের। ব্রাজিল দলের চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো আর খেলতে পারবেন না নেইমার। আগামী মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার কোয়ার্টার ফাইনালের ৮৮ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা সজোরে হাঁটু দিয়ে নেইমারের পিঠে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিলের এই সুপারস্টার। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তিনি। স্টেডিয়াম থেকেই বার্সার এই তারকাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দলের চিকিৎসক রড্রিগো লাসমার ব্রাজিলের এক টিভিকে জানান, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো নেইমার খেলতে পারবেন না। নেইমারের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে। কোচ লুইস ফিলিপ স্কলারি বলেন, ‘আমি মনে করি না নেইমার আর খেলতে পারবেন। তিনি পিঠে ব্যথা পেয়েছেন। আমি শতভাগ নিশ্চিত এই ব্যথা তাকে ভোগাবে। চিকিৎসকরাও আমাকে তাই বলেছেন।’  টিম ম্যানেজারকেও নেইমারের অনিশ্চয়তার খবরটি জানানো হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে স্কলারি বলেন, ‘অসাধারণ একটি ম্যাচ খেললাম। সবাই বেশ ভালো খেলেছে। আশা করছি এই ফর্ম জার্মানিদের বিপক্ষে ধরে রাখতে পারব। সেমিফাইনালে নেইমারের সঙ্গে সিলভাকেও পাচ্ছি না। বিষয়গুলো নিয়ে খানিকটা উদ্বিগ্ন।’ এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে চার গোল করেছেন নেইমার। এ ছাড়া, এক গোলে তার অবদান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top