সকল মেনু

এবার লড়াই ৮ : ৪

 ক্রীড়া ডেস্ক : ৩২ : ১৬ : ৮ : ৪ : ২ : ১। এই অনুপাতের প্রথম দুই রাশি ময়দানি লড়াইয়ে বাদ পড়েছে। এবার অপেক্ষা ৮ : ৪ লড়াইয়ের। ৩২টি দল নিয়ে ব্রাজিল বিশ্বকাপের যাত্রা শুরু হয় ২০ দিন আগে। এর মধ্যে অনুপাতের শীর্ষ রাশি ৩২ থেকে আটে নেমে এসেছে। লড়াইটা চলবে ১ পর্যন্ত। একেই বিশ্বজয়! মঙ্গলবার শেষ হয়েছে ১৬ : ৮ লড়াই। আটে কোয়ার্টার ফাইনাল। এখন আট থেকে চারে পৌঁছানোর যুদ্ধে অবতীর্ণ হওয়ার অপেক্ষায় দুর্দান্ত পারফর্ম করে আসা দলগুলো। সরল-জটিল সব সমীকরণের মীমাংসায় যারা বিশ্বকাপের যুদ্ধে অবিচল থেকে জয় ছিনিয়ে নিতে পেরেছেন তাদেরই বন্দনায় ক্রিড়ামোদী বিশ্ব। খেলা ভালো হোক, আর মন্দ হোক-এই বিশ্ব আসরে জয়ের কোনো বিকল্প নেই। ইতালি, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেনের মতো ফুটবল বিশ্বের রথী-মহারথীরা মাথা নিচু করে পাততাড়ি গুঁটিয়ে বাড়ি গেছে। বাকা কথা, কটু কথায় জর্জরিত হয়ে ঘরে মুখ লুকিয়ে এখন টিভি সেটের দর্শক হয়েছেন তারা। কাউকে আবার হারের জন্য কড়ায়গন্ডায় হিসাব দিতে হচ্ছে। কিন্তু যারা শিরোপার দিকে ধেয়ে যাচ্ছেন, তাদের নিয়েই যত খবর, আলোচনা, সমালোচনা হচ্ছে। মাঠ থেকে বিদায় মানে ক্রিড়াবিশ্বের চোখ থেকেও বিদায়। এই নির্মম নিয়মেই চলে বিশ্বকাপ। এখানে প্রতিপক্ষের বিদায় নিশ্চিত করাটাই জয়। এই জয়ের ধারায় যারা এগিয়ে চলেছে, তারা হলো : ব্রাজিল, কলম্বিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কোস্টারিকা, আর্জেন্টিনা ও বেলজিয়াম। শেষ আটের ম্যাচগুলোতে ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি, ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার প্রতিপক্ষ যথাক্রমে কোস্টারিকা ও বেলজিয়াম। ৪ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। হাইভোল্টেজ ম্যাচের পর একই দিন কলম্বিয়ার বিরুদ্ধে লড়বে হট ফেভারিট, স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন ৫ জুলাই রাত ১০টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ বেলজিয়াম এবং রাত ২টায় নেদারল্যান্ডস খেলবে কোস্টারিকার বিপক্ষে। এবারের বিশ্বকাপের ব্যাপ্তী ৩২ দিন। ম্যাচ হবে ৬৪টি। ইতিমধ্যে শেষ হয়েছে ৫৬টি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালসহ বাকি আছে মাত্র ৮টি ম্যাচ। আগামী ১২ দিনে এই ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ব্রাজিল বিশ্বকাপের পর্দা নামবে। সেদিন সব অনুপাত এসে মিলবে ১-এ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top