সকল মেনু

দারিদ্রতা সালামের উচ্চ শিক্ষা গ্রহনে বাধা হয়ে দাঁড়াচ্ছে

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): দিন মজুরের ছেলে সালাম গোল্ডেন জিপিএ ৫ পেয়েও ভবিষ্যতের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত। ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ৫নং ওয়ার্ডের দিন মজুর শাহজামাল ইসলামের একমাত্র পুত্র আব্দুস সালাম শত বাধা পেরিয়ে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। পিতার স্থায়ী সম্পদ বলতে ভিটা বাড়ির তিন শতক জমিই তাদের একমাত্র সম্বল। সে হরিণাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান হতে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূণৃ ফল অর্জন করতে সক্ষম হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত সালাম নিজের লেখাপড়ার খরচ সংগ্রহ করার জন্য পড়াশুনার ফাঁকে ফাঁকে হরিনাকুন্ডু হাসপাতাল গেট সংলগ্ন জননী ফার্মসীতে কর্মচারীর কাজ করে লেখা পড়ার ব্যয় ভার জোগাড় করেছে। ছোট্র জীবনের সব থেকে আনন্দের সংবাদটির দিনেও সে শ্রম বিকি কিনির কাজে ব্যস্ত ছিল জননী ফার্মেসীতে। ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে দেশ সেবায় প্রত্যাশী সালাম প্রতিদিন গড়ে ১০ ঘন্টা করে পড়ালেখা করতো। এ ভালো ফলাফল অর্জনের পিছনে তার বাবা মায়ের পাশাপাশি জননী ফার্মেসীর মালিক শিক্ষানুরাগী মিজানুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে। এ অসম্ভব মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন অব্যাহত রাখার জন্য সমাজের কোন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসলে সালাম তার মেধার যথাযথ বিকাশের মাধ্যমে দেশ সেবায় অংশ নেওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদী। সালামের এ স্বপ্ন সাধ পূরণে কোন শিক্ষানুরাগী দয়াবান ব্যক্তি এগিয়ে আসবে কি?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top