সকল মেনু

ফরিদপুরে রানা হত্যার সহযোগী গ্রেপ্তার;১৬৪ ধারায় জবানবন্দী

 শেখ মনির হোসেন, ফরিদপুর:

হত্যাকান্ডের ছয়মাস পর ডিবি পুলিশ ফরিদপুরের চাঞ্চল্যকর রানা হত্যার অন্যতম সহযোগী তুহিন শেখ (১৯) কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ঘাট এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুর শহরের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র বলে পরিচয় দিয়েছে।  আজ রোববার বিকেলে তুহিন ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দী গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ফরিদপুরের ডিবি পুলিশের ওসি সুনীল কর্মকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন শেখ জানায়,সে ও তাঁর অপর সহযোগী বোয়ালমারী উপজেলার ধোপাডাঙ্গা চাঁদপুর গ্রামের স্বপন মিলে রানাকে অপহরণের পর রানার বাবার কাছে মুক্তিপণ হিসেবে চাওয়া তিন লাখ টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রানাকে হত্যা করা হয়। প্রসঙ্গত, ফরিদপুর শহরের আলীপুর এলাকায় রামেন্দ্র প্রতাপ দাস (১৮) ওরফে রানা নামে এক কলেজ ছাত্রের গলাকেটে দুই চোখ তুলে ও গলা থেকে মাঝ মাথা পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে মুখমন্ডলের চামড়া তুলে নৃশংসভাবে হত্যা করা হয়। গত ৮ জানুয়ারি সকালে পুলিশ শহরের আলীপুর এলাকার ফরিদপুর জেনারেল হাসপাতালের সীমানা প্রাচীর সংলগ্ন পৌরসভার ড্রেনের ভেতর থেকে রানার লাশ উদ্ধার করে।  এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে নিহতের বাবা রবীন্দ্রনাথ দাস বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  গত ৬ জুন মামলার তদন্ত গোয়েন্দা(ডিবি)পুলিশে হস্তান্তর করা হলে ঘটনার ছয়মাস পর মামলার অন্যতম প্রধান সহযোগী তুহিন শেখকে ডিবি পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top