সকল মেনু

মদনে প্রকৌশলীর খূঁটির জোর কোথায়?

 মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলা প্রকৌশলী হায়দার আলীর উপজেলার বিভিন্ন উন্নয়ণমূলক কাজকর্মে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে একাধিকবার বদলীর আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে আছেন। এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, মদন উপজেলা পরিষদে বিভিন্ন জরা-জীর্ণ ভবন মেরামত উন্নয়ন কাজের ২৪ লক্ষ টাকা বরাদ্দের বিপরীতে একটি দরপত্র বিজ্ঞপ্তি আহব্বান করলে বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক নেত্রকোণা জেলার মেসার্স মাষ্টার ট্রেডার্সকে উন্নয়ন কাজটি প্রদান করা হয়। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠানটি উপজেলা প্রকৌশলী হায়দার আলীর যোগ সাজসে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে নাম মাত্র কাজের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলন করে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার আলীর সাথে কথ বললে তিনি বিষয়টি এড়িয়ে যান। উপজেলা পরিষদের ভবন কাকলী, মালঞ্চ, বলাকা ও ঝুমুরে বসবাসরত বাসিন্দাদের সাথে যোগাযোগ করা হলে নির্মাণ কাজ যথাযথভাবে হয়নি বলে তারা জানান। উল্লেখ্য যে, উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন যাবৎ মদন উপজেলায় কর্মরত থেকে একটি প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় এসব অপকর্ম করে যাচ্ছেন বলে জনমনে গুঞ্জন রয়েছে। মদন উপজেলার ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সংস্কার মূলক কাজের জন্য প্রতিটি স্কুলের বিপরীতে ৩০ হাজার টাকা করে সরকারী বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে উপজেলা প্রকৌশলী হায়দার আলী বরাদ্দের টাকা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা রহস্যজনক কারণে এ বিষয়ে তেমন কোন তদারকী করছেন না। প্রকৌশলী হায়দার আলী এই উপজেলায় যোগদান করার পর থেকে অদ্যাবাধি এই উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তেমন তদরকী না করায় উপজেলার অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত নিুমানের ও দুর্বল হয়েছে বলে এলাকাবাসীর সমালোচনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top