সকল মেনু

গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত

  ডেস্ক রিপোর্ট : ভারতের অন্ধ্র প্রদেশে শুক্রবার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৮ জন। স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে হায়দারাবাদ থেকে প্রায় ৫শ’ ৬০ কিলোমিটার দূরে পূর্ব গোদাবরি জেলার নাগারাম এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (জিএআইএল)-এর পাইপলাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জিএআইএল ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত ও বিতরণকারী কোম্পানি। উত্তর উপকূলীয় অঞ্চলের পুলিশের আইজি অতুল সিং জানান, নিকটবর্তী একটি চায়ের দোকানদার স্টোভ ধরানোর পর গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ২০০ মিটার পর্যন্ত উপরে উঠে যায়। পাশাপাশি ঘন ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনের ব্যাপকতায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আরো তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। দুই ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে নিহতদের জন্য দুই লাখ রূপী ও আহতদের ৫০ হাজার রূপী করে প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় সরকারই নির্দেশ দিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি, হিন্দুস্তান টাইমস, ডন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top