সকল মেনু

বিনা মূল্যে ডিজিটাল মেকআপ

 মিথুন মনির : ভার্চুয়াল দুনিয়ায় একটা সুন্দর উপস্থিতির ইচ্ছা থাকে অনেকেরই। ছবি তোলার ক্ষেত্রে সেজেগুজে বা যত্ন করে সময় নিয়ে মেকআপ করার মতো সেই সময় নেই বর্তমান ব্যস্ত জীবনে। তা ছাড়া সুন্দর করে ছবি তোলাটাও সবসময় হয়ে উঠে না। কেননা আলোর এদিক সেদিকসহ নানা বিষয় খেয়াল রাখতে হয়। ফলে নিজের মেকআপের পরিবর্তে বরং ছবিটাকেই মেকআপ করিয়ে ফেলা সহজ ফটো এডিটিং অ্যাপস স্মার্টফোনে ব্যবহার করে। ছবি বিষয়ক কোনো ঝামেলাই নেই ফটো এডিটিং অ্যাপসে। ফটো যেমনই উঠুক, একেবারে মনের মতো করে ঘষে-মেজে আকর্ষণীয় করে দিতে এদের জুড়ি নেই। ভাচুর্য়াল দুনিয়ায় ছবি আপলোড করার আগে সেই ছবিটাকেই মেকআপ করিয়ে নিতে রয়েছে নানারকমের ফটো এডিটিং অ্যাপস। ফলে ভার্চুয়াল দুনিয়ায় আসলে নিজেকে অন্যের কাছে কীভাবে দেখাব, তার কন্ট্রোল তো নিজেরই হাতে! সেটার একটু সুবিধা যদি তোলা হয় ফটো এডিটিং অ্যাপস দিয়ে, ক্ষতি কি?
সুন্দর হতে কে না চায়!

পিক্সআর্ট
বর্তমান সময়ের বিভিন্ন ফটো অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয়তায় অনেকখানি এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ সাপোর্টেড অ্যাপস পিক্সআর্ট। বিভিন্ন এফেক্ট, মাস্ক, কোলাজ মেকিং এসব বৈশিষ্ট্য তো রয়েছেই। পাশাপাশি আরেকটু ক্রিয়েটিভ হিসেবে ছবি আকাঁও যাবে এর মাধ্যমে। এছাড়া ছবিটাকে রহস্যময়, গল্পে মোড়া করে তুলতে চাইলে সেটাও করা যাবে সহজেই। বিনামূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio&hl=en ঠিকানা থেকে, আইফোনের জন্য https://itunes.apple.com/us/app/picsart-photo-studio/id587366035?mt=8 ঠিকানা থেকে এবং উইন্ডোজ ফোনের জন্য https://itunes.apple.com/us/app/picsart-photo-studio/id587366035?mt=8  ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

পিকসে
ফটো এডিটিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপস এটি। ‘পিকসে’-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, কম সময়ে দ্রুত ফটো এডিটিং সুবিধা। অ্যাডজাস্ট, এফেক্ট আর স্টিকার- এই তিনটি ধাপ রয়েছে এতে। ফলে এর এডিটিং পদ্ধতি খুব সহজ। প্রথম ধাপে ব্রাইটনেস-কনট্রাস্ট, কালার সব কিছু অ্যাডজাস্ট করা যাবে, দ্বিতীয় ধাপে মানানসই এফেক্ট এবং এরপর স্টিকার দিতে চাইলে নানারকম হেয়ারস্টাইল, গোঁফ, হেলমেটসহ আরো মজার অনেক কিছুই পাওয়া যাবে অ্যাপসটিতে। পিকসে কেবলমাত্র অ্যান্ড্রয়েড সাপোর্টেড অ্যাপস। বিনামূল্যে ডাউনলোড করা যাবে https://play.google.com/store /apps/details?id=com.shinycore.picsayfree&hl=en ঠিকানা থেকে।

বিফাঙ্কি
ক্রপ, রিসাইজ, রোটেট, ব্লার এসবের পাশাপাশি এতে রয়েছে ‘টাচ আপ’ ফিচার। ‘টাচ আপ’ ফিচারের সাহায্যে ছবিকে মেকআপও করানো যাবে। এজন্য লিপস্টিক, ব্লাশ, ব্রোঞ্জার, আই কালার কোনো কিছুরই অভাব নেই বিনামূল্যের এই অ্যাপসটিতে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য https://play.google.com/store/apps/details?id=air.com.befunky.BeFunkyPhotoEditor&hl=en ঠিকানা থেকে এবং আইফোনের ফোনের জন্য https://itunes.apple.com/app/befunky-photo-editor/id442716817?mt=8  ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

অ্যাভিয়ারি
ছবিকে তোলার সময় ছবিকে আকর্ষণীয় সাজ দিতে উপযুক্ত এই ফটো এডিটিং অ্যাপসটি। সেলফি তোলার ক্ষেত্রে এর সুবিধা ‘বিফাঙ্কি’ অ্যাপসের চেয়ে কিছুটা বেশি। বিফাঙ্কি অ্যাপসটিতে কেবল মেকআপটাই হয়, কিন্তু অ্যাভিয়ারি অ্যাপসটি ত্বকের দাগ-ছোপ পর্যন্ত তুলে দেয়। এমনকী, দাঁতের পাটিটাকেও চকচকে করে নেওয়া যায় বিনামূল্যের অ্যাভিয়ারির সৌজন্যে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য https://play.google.com/store/apps/details?id=com.aviary.android.feather&hl=en ঠিকানা থেকে, আইফোনের ফোনের জন্য https://itunes.apple.com/us/app/photo-editor-by-aviary/id527445936?mt=8  ঠিকানা থেকে এবং উইন্ডোজ ফোনের জন্য http://apps.microsoft.com/windows/en-us/app/photo-editor/cdd22d88-c0c4-4fff-a741-fe5ea3692b22  ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

স্ন্যাপসিড
বেসিক অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েটিভ এনহান্সমেন্ট এসবের সঙ্গে সঙ্গেই ছবিতে একটু নাটকীয়তা আনতে চাইলে সেই লুকটাও হাজির করবে স্ন্যাপসিড। যে কোনো অনুভূতির সঙ্গে তাল মিলিয়েই হরেক এফেক্ট হাতের নাগালে রেখেছে এই অ্যাপস। বিনামূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://play.google.com/store/apps/details?id=com.niksoftware.snapseed&hl=en ঠিকানা থেকে এবং আইফোনের জন্য https://itunes.apple.com/EN/app/snapseed/id439438619?mt=8 ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

স্কোয়্যার
এর সাহায্যে নিখুঁতভাবে ছবি ক্রপ করার সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা ‘ইন্সটাগ্রাম’ থেকে পাওয়া গেলেও, অনেকেই ‘ইন্সটাগ্রাম’-এর ক্রপ এফেক্টটা পুরোপুরি পছন্দ করেন না। সেক্ষেত্রে খুঁতখুঁতে ফটোগ্রাফারদের জন্য একেবারে উপযুক্ত স্কোয়্যার অ্যাপসটি। ছবির চারপাশে একটা বর্ডার দিয়ে পারফেক্ট চৌকো ছবি ক্রপ করতে এর জুড়ি নেই। বিনামূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://play.google.com/store/apps/details?id=com.ergsap.sqrme সব ঠিকানা থেকে এবং আইফোনের জন্য https://itunes.apple.com/us/app/crop-photo-square-free-photo/id735909081?mt=8 ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

তথ্যসূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top