সকল মেনু

প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী জেলে

 নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :  রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে সানোয়ার হোসেন (২০) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষার্থী সানোয়ারকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর ওই দণ্ডাদেশ দেন। দণ্ডিত সানোয়ার রাজশাহী সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সানোয়ার পলিটেকনিক ভর্তি পরীক্ষায়  অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদে সানোয়ারের প্রক্সি দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর সংশ্লিষ্ট আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এদিকে আইনগত প্রক্রিয়া শেষে ঘটনাস্থল থেকেই শিক্ষার্থী সানোয়ারকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মহানগরীর শাহ মখদুম থানার উপপরিদর্শক টিআই সেলিম রেজা জানান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top