সকল মেনু

ভারতীয় স্বাস্থ্য সচিবের নেত্রকোনা সফর

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি:  ডিপার্টমেন্ট অব আয়ুর্বিদ, উগা অ্যান্ড ন্যাচারওপ্যাথি, ইউনানী, সিধা অ্যান্ড হোমিওপ্যাথির (আইউশ) ভারতীয় স্বাস্থ্য সচিব শ্রী নিলাঞ্জন স্যানাল নেত্রকোনা সফর করেছেন। বৃহস্পতিবার বিকেলের দিকে তিনি সিলেট থেকে সড়কপথে নেত্রকোনা সার্কিট হাউজে পৌঁছান। তার সঙ্গে স্ত্রী নন্দিতা স্যানাল, যুগ্ম সচিব শ্রী বালা প্রসাদ, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব আয়ুর্বেদিক সাইন্সের পরিচালক প্রফেসর অ্যাবিমানিউ কুমার, (ধনযরসধহুঁ শঁসবৎ) ও ইউনানী ওষুধ বিশেষজ্ঞ ডা. শাকির জামিল সফর সঙ্গী ছিলেন। নেত্রকোনা জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন, এনডিসি মিন্টু চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং উপহার সামগ্রী তুলে দেন। পরে দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে স্বাস্থ্য সচিব সফর সঙ্গীদের নিয়ে জেলার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামে এক পরিচিত জনের বাড়িতে যান। জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ হটনিউজটোয়েন্টিফোর-কে জানান, একান্ত ব্যক্তিগত সফরে ভারতীয় স্বাস্থ্য সচিব শ্রী নিলাঞ্জন স্যানাল নেত্রকোনা সফরে এসেছেন। সফর শেষে বৃহস্পতিবারই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top