সকল মেনু

ফরিদপুরে ঝড়ে ২জন নিহত আহত শতাধিক

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী তান্ডবে দুই জন নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক লোক।   প্রচুর বৃষ্টির সাথে ধেয়ে আসা কালবৈশাখীতে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি, সেরাপুর, ঘোষপুর, কাদিরদি, পশ্চিম ভাটদি, রামদিয়াসহ অন্যান্য গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া গেছে। সাতৈর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সেরাপুর (কাপালিপাড়া) গ্রামের মোহন প্রামানিকের মেয়ে পিয়া (১৩) পুকুর থেকে গোসল করে ঘরে ফেরার সময় গাছের ডাল ভেঙ্গে পড়লে পিয়া গুরুত্বর আহত হয়। তাকে তাৎক্ষনিক ফরিদপুর চিকিৎসার জন্য নেওয়ার পথে পিয়া মারা যায়। বেড়াদি গ্রামের হিসামদি মাতুব্বরের ছেলে বাবলু (৪০)-কে ঝড়ে উড়িয়ে নিয়ে একটি গাছের সাথে আছড়ে ফেললে সেখানেই তিনি মারা যান। ঝড়ে আহতদের  চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  মুজুরদিয়া এলাকায় প্রায় ৬টি বৈদ্যুতিক খুটি ঝড়ে উপড়ে ফেলেছে এবং কয়েকটি খুটি ভেঙ্গে গেছে। ফলে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কাদিরদী কলেজের ৫/৬টি বড় আকারের মেহগনি গাছ উপড়ে গেছে। সাতৈর বাজারেও ঝড়ে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ধরনীধরদী গ্রামে ৫/৬টি ঘর ভেঙ্গে গেছে। রামদিয়া চরপাড়ায় বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন। পশ্চিম ভাটদির একটি নতুন বাড়ির তিনটি নতুন ঘরই ঝড়ের তান্ডবের স্বীকার হয়েছে। ইসলামপুর গ্রামে ৪/৫টি ঘর পড়ে গছে। সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ মো. আব্দুর রহমান শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাৎক্ষনিক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থদের যথাযথ ব্যবস্থা নিতে। উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সহিদুজ্জামান, আ’লীগ নেতা শাহজাহান মৃদাহ্ পিকুল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top