সকল মেনু

ভোলার চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬;আহত ২০

 ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চন, হাবিব, সাইফুল ও আমির, আনিস ও হামিদ। এরমধ্যে নিহত কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসে আগুন দিয়েছে এবং ওই সড়ক অবরোধ করেছে রেখেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাতে এলে তাদের ওপর হামলা চালায় স্থানীয় জনতা। এসময় তাদের হামলায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ৬ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। ৮ জন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ীতে চলে গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ীটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুভ পরিবহণ নামের যাত্রীবাহী বাস ভোলা থেকে রাত ৮টায় চরফ্যাশনের উদেশ্যে যাওয়ার পথে চরফ্যাশন শহরের ৫ কিলোমিটার আগে জনতা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে আরো ২ জন মারা যায়। নিহতরা হলেন কাঞ্চন, হাবিব, সাইফুল ও আমির, আনিস ও হামিদ।  পথচারীদের চাপা দিয়ে বাসটি পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি রিক্সা, সাইকেল ও মটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গেলে জনগণ ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর করে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরাও জনতার হামলায় আহত হয়। বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিক ভাবে জানা গেছে তারা হলেন- হেলাল (১৮), বাবুল (১৫), আব্দুল হাই (২৫), রিয়াজ (২৩), সোহেল (২২), সাদ্দাম (২৪) এবং সাইফুল (৬০)। হামলায় ফায়ার সার্ভিসকর্মীরা হলেন- মাহাবুব, টিপু, ফিরোজ, চালক খালেক এবং সাব অফিসার মাহাবুব আহত হয়েছেন। দূর্ঘটনার পর জনতা বাজার এবং চরফ্যাসন হাসপাতালে স্বজন হারাদের আর্তনাদে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। চরফ্যাসন থেকে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়কটি বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top