সকল মেনু

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চীনের কুনমিংয়ের হায়জেং সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে এ আহ্বান জানান তিনি। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রত্যাশা করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের যুবশক্তি, স্বল্প মজুরি ও অন্যান্য সুবিধার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে চীন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে ৬ জুন চীনে যান। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। আগামী ১১ জুন হংকং হয়ে দেশে ফিরবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top