সকল মেনু

মুক্তিযোদ্ধা এম এ রউফ পাতা আর নেই

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ রউফ পাতা আর নেই। তিনি শুক্রবার রাতে  ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনীর সমস্যায় ভুগছিলেন। এই মহান ব্যক্তির মৃত্যুতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এম এ রউফ পাতা মহান মুক্তিযুদ্ধের সময় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে তার ছিল অন্যতম ভুমিকা। তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি তাদের উজ্জিবিত করার জন্য জয় বাংলা বেতার কেন্দ্রে কবিতা আবৃত্তি করেছেন। ৭০ দশকের তুখর এই ছাত্রনেতা পররর্তীতে আওয়ামীলীগের রাজনিতীর সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন রাজনিতি করার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার পদচারনা । তিনি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনিতীর মঞ্চে তার বক্তব্য যেমন জনগনকে আকিষ্ট করেছে তেমনী সাংস্কৃতিক মঞ্চে তার আবৃত্তি সকলকে উজ্জিবিত করেছে। তার এই  মৃত্যুতে একটি শুন্যতার সৃষ্টি হলো। মহান এই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ বিল্লাল হোসেন,পুলিশ সুপার মোঃ এমরান হোসেন,জেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোমিন বাবু,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারন সম্পাদক ও দৈনিক যুগের কথার সম্পাদক হেলাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহবুব-এ-খোদা টুটুল,জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সম্পাদক হীরক গুন,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশানের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর। সুত্রে জানা গেছে তার মৃতদেহ ঢাকা থেকে আনার পর প্রথমে তার বাড়িতে নেয়া হবে,সেখান থেকে জেলা আওয়ামীলীগ কার্যলয়ে নেয়া হবে,সেখান থেকে সকলের শ্রদ্ধানিবেদনের জন্য সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে রাখা হবে তার পরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top