সকল মেনু

আলফাডাঙ্গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ইউএনও

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: জেলার আলফাডাঙ্গা উপজেলার ৪১ নং আলফাডাঙ্গা মৌজার ৪৮৩ খতিয়ানের হাল ৫২১ দাগের ১৮ শতাংশ অর্পিত সম্পত্তির (ভিপি) উপর অবৈধভাবে নির্মাণ করা একটি স্থাপনা বৃহস্পতিবার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কুয়েত প্রবাসি এনামুল শেখ ওই পাকা ভবন নির্মাণ করছিল। কাজের তত্বাবধানে ছিল এনামুলের বোন সাবিনা ইয়াসমিন। ইউএনও মোহাম্মাদ আবুল খায়ের জানান, সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়ায় এবং পত্রপত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সরেজমিন পরিদর্শন করে অভিযোগ সত্য হওয়ায় নির্মাণকৃত স্থাপনা ভেঙ্গে সরকার জমির দখল নিয়েছে। দলিলপত্রে দেখা যায়, এনামুল শেখ ৫২১ দাগের পুর্ব পাশ দিয়ে ২ শতাংশ জমি ক্রয় করেন (হাত নকশা করা আছে), পরবর্তিতে ওই ২ শতাংশ জমি এনামুল তার স্ত্রী শেখ সাহানার নামে লিখে দেন তবে তা ৫২১ দাগের পশ্চিম পাশ দিয়ে। সরকারি সম্পত্তি দখল করার অভিপ্রায়ে পার্শ পরিবর্তন করে এ রকম দলিল করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top