সকল মেনু

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রতনদিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৩.০৬.২০১৪) দিবাপূর্ব রাত আনুমানিক ২ঘটিকায় উপজেলার রতনদিয়া গ্রামের মৃত তছির মিয়ার পুত্র মাসুদ মাষ্টারের বাড়িতে এই ডাকাতি হয়েছে। জানা যায়, ১০/১৫ জনের একদল ডাকাত মাসুদ মাষ্টারের বাড়িতে গিয়ে কৌশলে বাড়ির লোকজনকে ডেকে তোলে। ডাকাতরা প্রথমে মুরগির ফার্মে ঘুমিয়ে থাকা বাড়ির কাজের লোক হারেজকে অস্ত্রের মুখে ডেকে আনে। হারেজ মাসুদের ভাই আছাদ-কে ডেকে তুললে ডাকাতরা আছাদকে বেধে ফেলে এবং আছাদের স্ত্রী কে দিয়ে মাসুদ এবং অন্যান্য সবাইকে ডেকে একত্রে বেঁধে রেখে ঘরে প্রবেশ করে । ডাকাতেরা মাসুদের স্ত্রী এবং তার ছোট ভাই আছাদের স্ত্রী সিথি-র আট ভড়ি ওজনের স্বর্ণের গহণা, নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং দুইটি মটর সাইকেলসহ কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় ক্ষয়-ক্ষতির পরিমাণ হবে প্রায় ১৫ লক্ষাধিক টাকা। ডাকাতরা আছাদকে বেদম প্রহার করেছে বলে জানা গিয়েছে। সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থল উপস্থিত হলেও ততক্ষনে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় চেয়ারম্যান এস.এম ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা পরিবারটির ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে মামলা দায়েরের জন্য তিনিসহ মাসুদের ছোট ভাই আছাদ থানায় অবস্থান করছেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি সরেজমিন তদন্তে এসিেছ, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top