সকল মেনু

সিরাজগঞ্জে নাবিক নাট্য গোষ্ঠীর “হরিমন্থন” মঞ্চায়িত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের নাবিক নাট্য গোষ্ঠীর নাটক “হরিমন্থন” এর মঞ্চায়ন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে নাটকটি মঞ্চায়ন করা হয়। হরিমন্থন নাটকটি রচনা করেছে জাহিদ পিন্টু এবং নির্দেশনা দিয়েছে শাহীন রহমান। এদেশের ক্ষয়িষ্ণপ্রায় এবং সমাজে অবহেলিত নিন্মবর্নের মানুষ ডোম সম্প্রদায়ের সংস্কৃতি,আচার,ভাষ্য,আর্থ সামাজিক অবস্থা,বঞ্চনা প্রভৃতি চিত্র নাটকটিতে প্রতিফলিত হয়েছে। সচারাচার ভাষা ব্যাতিরকে এই নাটকে ব্যবহার করা হয়েছে ডোম সম্প্রদায়ের আঞ্চলিক ভাষা ডোমাই। রাম্বা এবং সুর্যাই এর প্রেম কাহিনীর পাশাপাশি নিন্মবর্ণ সংখ্যা লঘুদের উপর নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নাটকে। সম্পদের লোভ যে আপন পর চেনে না তা রাম্ভার ভাই এর মাধ্যমে বোঝানো হয়েছে। শুধু মাত্র সম্পদের লোভে রাম্ভার মনের মানুষসের সাথে বিয়ে না দিয়ে মৃত্যুপথ যাত্রী এক বৃদ্ধের সাথে রাম্ভার বিয়ে দেয়া হয়। বিয়ের পিরিতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে বৃদ্ধ রাম্ভা হয় বিধবা। আর তাকে স্বামীর সাথে পাঠানো হয় সহমরনে। জীবন্ত মানুষকে চিতায় জ্বালিয়ে দেয়া হয়। নাট্যকার হারিয়ে যেতে বসা ডোম সম্প্রদায়ের ভাষাকে বাচিয়ে রাখার জন্য নাটকে এই ভাষাটিব ব্যবহার করেছেন। আর নির্দেশক নাটকটি উপস্থাপনার ক্ষেত্রে সংগীত এবং নৃত্যকে প্রাধান্য দিয়েছেন বেশী। নাবিক নাট্য গোষ্ঠীর নাট্য শিল্পীদের অভিনয় মুগ্ধ করেছে মিলনায়তন ভর্তি দর্শক কে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top