সকল মেনু

হাসপাতালে গর্ভপাত ঘটাতে গিয়ে রোগিনীর মৃত্যু; ক্লিনিক মালিকগন পলাতক

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): গত ২৫ মে রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একতা প্রাইভেট হাসপাতালে কাজল নামে এক রোগিনীর গর্ভপাত ঘটাতে গিয়ে মৃত্যু হয়েছে। জানা যাই, কালীগঞ্জ উপজেলার দাতপুর গ্রামের রেজাউল ইসলাম খানের কন্যা কাজল (২৪) পিতা-মাতার কথামত অকাল গর্ভপাত ঘটাতে গিয়ে ডাক্তারের ভুলচিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। গত ২৫/০৫/১৪ বেলা ১১টার দিকে কোটচাঁদপুর একতা প্রাইভেট হাসপাতালে আসলে তাকে মোটা অংকের টাকার চুক্তিতে অকাল গর্ভপাত ঘটাতে ক্লিনিকে ভর্তি করা হয় এবং ডাঃ কামরু নাহার গাইনি কে দিয়ে অকাল গর্ভপাত ঘটায়। অতিরিক্ত রক্ত খনন এর কারনে রোগীনীর অবস্থা অসংক্ষা জনক হলে ঐ দিন রাত্র ১২টার দিক তার মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে ক্লিনিকের মালিকগন পরামর্শ করে যশোর নেওয়া লাগবে বলে একটি মাইক্রবাস ঠিক করে। পরে যশোরে না নিয়ে নেওয়া হয় চৌগাছা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলে রোগী অনেক আগেই মারা গেছে তাই মৃত রোগী ভর্তি নেওয়া সম্ভব নয়। তৎক্ষনিক ঐ চিকিৎসক থানা পুলিশকে জানালে থানা পুলিশ লাস সহ অভিভাবকদের আটক করে। ঐ ফাকে ক্লিনিক মালিক ওবাইদুর রহমান (ষ্টার) পালিয়ে যায়। এব্যাপারে পুলিশ বাদী হয়ে ডাক্তার ও মালিক সহ চার জনের নামে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন ১। কাকিলাদাড়ি গ্রামের খোদা বকসের ছেলে ওবাইদুর রহমান (ষ্টার) ২। কোটচাঁদপুর হাসপাতালে কর্মরত থানা স্বাস্থ্য কর্মকতা ডাঃ সিদ্দিকুর রহমানের স্ত্রী ডাঃ কামরুনাহার ৩। ক্লিনিকে পার্টনার তালসার গ্রামের সুভাষ দাসের ছেলে সুভ্রত কুমার দাস ৪। কোটচাঁদপুর কলেজ পাড়ার রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (পিন্টু)। চৌগাছা থানার মামলা নং ১৭- তাং ২৬/০৫/২০১৪ ধারা ৩১৩/৩১৪/৩৪ দঃবিঃ। এ ব্যাপারে ডাঃ কামরুনাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই রোগির কোনো চিকিৎসা দিইনি। পূর্বে কোথায় গর্ভপাত ঘটিয়েছে। পরে অসুস্থ্য অবস্থায় একতা ক্লিনিকে ভর্তি অবস্থায় ক্লিনিকের মালিক সুভ্রত কুমার দাস আমাকে ডেকে নিয়ে যায়। আমি তৎক্ষণিক এই রোগির স্যালাইন ও ব্লাড দেওয়ার পরার্মশ দিই। পরে কি ঘটেছে সে ব্যাপারে আমি কিছু জানি না।  উল্লেখ্য মৃত ব্যক্তিকে উন্নত চিকিৎসা দেওয়ার নামে প্রতারনার ঘটনা হর হামেশাই ঘটছে এ উপজেলায়। অথচ দেখার কেই নেই। এলাকাবাসী দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top