সকল মেনু

মৌলভীবাজারে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

 মৌলভীবাজার প্রতিনিধি:  আসুন ‘নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ প্রতিবাদ্য নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প । বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে শোভাযাত্রা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হেমন্ত কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বক্তব্য রাখেন ২৫০শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হরিপদ রায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুল হান্নান, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। অপরদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা হাঁসপাতাল থেকে বের হয় শোভাযাত্রা। পরে উপজেলা হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ বিষেয়ে আলোচনা সভা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্যদেন শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, ডা. বিনেন্দু ভৌমিক, সীমান্তিক নতুন দিন এর পরিচালক সিদ্দিকা খাতুন, ব্রাক ম্যানেজার হযরত আলী, ডা. রাহী ও উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top