সকল মেনু

যমুনা নদীর পানি বৃদ্ধিতে ব্যাপক ভাঙ্গন;বাড়িঘর সরিয়ে নিচ্ছেন মানুষজন

 বগুড়া অফিস মো:শামছুল আলম লিটন ব্যুরো চীফ: বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করছে। পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রাম হতে চন্দনবাইশা ইউনিয়নের তালুকদার পাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে যমুনা পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। আতঙ্কিত মানুষ দ্রুত তাদের বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।
শনিবার সকালে নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখা গেছে, সারিয়াকান্দ উপজেলার কুতুবপুরের নিজকনির্ বাড়ি গ্রামের আনছার আলী, আমিরুল, নয়ামিয়া, মহসিন, বারিক ও আব্দুল মান্নানের পরিবার সহ ১০/১২টি পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। ওই গ্রামের আনছার সাথে কথা বলেলে তিনি জানান,  গত ৪/৫ দিন হলো যমুনা নদীর পানি হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের সৃষ্টি করেছে। এতে করে নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিনে অর্ধশত পরিবার ঘরবাড়ি সরিয়ে নতুন বন্যা নিয়ন্ত্রন বাঁধ সহ তাদের আত্নীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। নদী ভাঙ্গন অব্যাহত থাকায ওই এলাকার লোকজন এখন নদী ভাঙ্গন আতংকে ভুগছে। এলাকাবাসী নদী ভাঙ্গন রোধের দাবী জানিয়েছেন।
এদিকে বর্ষা মৌসুম শুরু হতে না হতেই যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভিতরে থাকা লোকজনও তাদের বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে। বগুড়া যমুনা নদী এলাকার কয়েক হাজার পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিনই বাড়িঘর সরিয়ে নেয়া হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলে তারা আবারও তাদের জায়গায় ফিরে আসবে। প্রতি বছর তারা বন্যার আগে বাড়িঘর ভেঙ্গে নিরাপদে আশ্রয় নেয়। ভাঙ্গা গড়ার মধ্যদিয়ে যমুনা পাড়ের মানুষ তাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নিরন্তর সংগ্রামই যেন তাদের জীবন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top