নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে প্রায় ১০ কেজি সোনা আটক করা হয়েছে।রাত ৮টার দিকে মালয়েশিয়া থেকে আসা বিমানের দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহ হলে তল্লাশি চালায় শুল্ক বিভাগের কর্মকর্তারা। পরে তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করা হয়।ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।
