সকল মেনু

বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ পঙ্গু হাসপাতালে ভর্তি

 লিটু সিকদার, বোয়ালমারী (ফরিদপুর প্রতিনিধি ): ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.সাদীন-উর-রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। জনাব সাদীন-উর-রহমান গত মাসে এইচএসসি পরীক্ষা চলাকালে কাদিরদী কেন্দ্র পরিদর্শণে যাওয়ার পথে কাদিরদী বাজারে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক  আহত হন। আহত অধ্যক্ষকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৫দিন সেখানে চিকিৎসাধীন থেকেও কোন উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার তাঁকে দ্রুত ঢাকায় প্রেরন করেন। গত ০৪.০৫.২০১৪ (রবিবার) প্রফেসার ডা. জাহাঙ্গীর আলমের তত্বাবধানে ডাঃ মোয়াজ্জেম এর অধীনে শেরে বাংলা নগর পঙ্গু হাসপাতালের জরুরী বিভাগে ই/ডব্লিউ ওয়ার্ডের ০৮ নং বেডে ভর্তি করা হয়। সেখান থেকে ০৭.০৫.২০১৪ বেুধাবার) তাঁকে ২০১নং কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।  ডাক্তার জানিয়েছেন দ্রুত অধ্যক্ষের পায়ে অপারেশন করা হবে। সাদীন-উর-রহমানের বাম পায়ের নী-তে প্রচন্ড আঘাতে একটি হাড় নীচের দিকে বসে গেছে, ভেনগুলো এলোমেলো রয়েছে এবং নীচের একটি হাড় ফেটে গেছে। হাসপাতালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অধ্যক্ষের বড় ভাই দৈনিক পুনরুত্থানের ফরিদপুর ব্যুরো প্রধান মিজান-উর-রহমান সার্বক্ষনিক সাথে রয়েছেন। অধ্যক্ষের পবিবার সকলের নিকট তাঁর আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top