সকল মেনু

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ৫২হেক্টর জমির ফসল বিনষ্ট

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ০৭ মে: নীলফামারীর সৈয়দপুর উপজেলার পল্লীতে ইট ভাটার ধোয়ায় ৫১ হেক্টর ৬১৯শতক জমির চলতি ইরি বোরো ধান বিনষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার তিগ্র¯’ ৫৫ কৃষক পরিবারের স্বারিত এক অভিযোগ পত্র সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা হয়।দাখিলকৃত ওই অভিযোগপত্রের সূত্রে জানা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দোয়ালীপাড়া কোচকা গ্রামে মতিয়ার রহমান ওরফে কালু হাজীর ইট ভাটা রয়েছে। ওই ইট ভাটায় সরকার নির্ধারিত উ”চতার চিমনী না থাকায় এবং বেআইনীভাবে কাঠ পোড়ানোর কারণে চিমনী থেকে নির্গত কালো ধোয়ায় পরিবেশ দূষিত হয়েছে। ওই ইট ভাটার কালো ধোয়ায় পার্শ্ববর্তী এলাকার আবাদী ফসলের মারাত্মক তি হয়েছে। বিশেষ করে ওই এলাকার ৫১ হেক্টর ৬১৯ শতক জমির ইরি-বোরো বিনষ্ট হয়েছে। ফসল রায় তিগ্র¯’ কৃষকরা ইতিপূর্বে ভাটা মালিকের কাছে একাধিকবার অভিযোগ করলেও তিনি কোন কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে ভাটা মালিকের বির”দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই এলাকার কৃষক আদর আলী, মোরশেদ, আনিছুর রহমান, আলিফ উদ্দিন মাষ্টার, আজিজ, জালাল উদ্দিন, মংলু মাসুদ, সোওরাব হোসেন, এনামুল মাষ্টার, নজর”ল ইসরাম, নুর”ল আমিন, শাহাজাহান আলী মাষ্টার, আইজার মাষ্টার, সাইফুল ইসলাম, বাহাদুর, মনোয়ার হোসন, আলাউদ্দিন, ফার”ক, মোক্তার হোসনে, জিয়ার”ল ইসলাস সহ আরো অনেকে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top