সকল মেনু

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি’র নাগেশ্বরী জোনের ব্যাপক দূর্নীতি

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ঘুষ বানিজ্যের মাধ্যমে গ্রাহক সেবার নামে ব্যাপক দূর্নীতি, হয়রানি, এক নামের মিটার অন্য নামে ও স্বজন প্রিতির অভিযোগ ওঠেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি’র নাগেশ্বরী জোনাল অফিসে’র ডিজিএম ও ইনেসপেক্টর এর বিরুদ্ধে। ন্যায় বিচার ও প্রতিকার চেয়ে জেনারেল ম্যানেজারের নিকট আবেদন করেছেন ভুক্ত ভুগি গ্রাহক।  আবেদনের প্রেক্ষিতে তথ্যানুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি’র অধিনে নাগেশ্বরী জোনাল অফিসের বিদ্যুৎ জোন’র গ্রাহক কবিরের ভিটা গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র মোঃ ধন উল্লাহ্ মিয়ার বিদ্যুৎ সংযোগ মিটার যার বহি নং-৩৮৪, হিসাব নং-৭১১০। উক্ত হিসাবের বিপরিদে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ ব্যবহার করে নিয়মিতভাবে বিল পরিশোধ করে আসছেন। এরই মধ্যে হঠাৎ করে এপ্রিল-২০১৪ইং এর বিল পরিশোধের কাগজ আসে আক্কাছ আলীর নামে। ওই বিলের কাগজ দেখে ধন উল্লাহ্ মিয়া আৎকে উঠেন এবং বিষয়টি নিয়ে প্রথমে ডিজিএমকে জানান। তিনি অপারগতা প্রকাশ করলে পরে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নিকট সমুদয় ঘটনার বিবরণ দিয়ে ন্যায় বিচার ও প্রতিকারসহ দূর্নীতিবাজ ডিজিএম ও ইনেসপেক্টর মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেন। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে মার্চ-২০১৪ইং পর্যন্ত ধন উল্লাহ বিল পরিশোধ করেন। তিনি মার্চের বিল পরিশোধ করেছেন ৩,৩৫৫ টাকা। এরপর কিভাবে এপ্রিল-২০১৪ ইং এর বিল আক্কাছের নামে ৩,১৭৭ টাকা আসে তা ধন উল্লার জিজ্ঞাসা। তবে ধন উল্লাহ তার আবেদনে বলেছেন ৫হাজার টাকা চাদা নিয়ে আমার নামের বিদ্যুৎ মিটার খানা আক্কাছ আলীর নামে দিয়েছেন ডিজিএম ও ইনেসপেক্টর মিজান। এ রকম নানা দূর্নীতির অভিযোগ তুলেছেন পাঁচগাছী এরশাদুল হক, শান্তির ভিটা গ্রামের শহিদুল ইসলাম সহ অনেকেই। পাঁচগাছীর এরশাদুল হক জানান, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির নতুন মাষ্টার প্লানের লাইন নির্মান হচ্ছে। উক্ত মাস্টার প্লানের আওতায় স্ট্রীকিন শীটে এরশাদুলের নাম থানা স্বতেও ইঞ্জিনিয়ার সাহেন কি কারনে উক্ত এরশাদুলের বাড়ীবাদ দিয়ে ডিজাইন দেখান।  এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top