সকল মেনু

নারায়ণগঞ্জ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগ

 সচিবালয় প্রতিবেদক, ঢাকা, ৫ মে : সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের গুম ও খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রিসভা। এ সভায় উপস্থিত প্রায় সব মন্ত্রীই এ বিষয়ে কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী নিজেই নারায়ণগঞ্জের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন বলে জানানো হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নির্ধারিত এজেন্ডার বাইরে নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মন্ত্রী জানান, সভায় প্রায় সব মন্ত্রীই এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন।

তারা জানান, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

বিরোধী দল বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলেও কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তবে তারা তাদের মতো কাজ করবে। এ বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার জন্যও জানানো হয়।

সভায় জানানো হয়েছে, যে কোনোভাবেই হোক নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top