সকল মেনু

ইনুরাই জঙ্গিবাদের সূচনা করেছে

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনাদের অতীতের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’ তিনি ইনুর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘১৯৭১ থেকে ৭৫ সময়ে কেন আওয়ামী লীগ ছেড়ে এসেছিলেন। কেন জাসদ বাহিনী গঠন করেছিলেন, কেন মুজিবকে উৎখাতে সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন? এসকল প্রশ্নের জবাব আপনারা জাতির কাছে দেননি। ৭১ থেকে ৭৫ এ আওয়ামী লীগ থেকে বেরিয়ে জঙ্গিবাদের সূচনা করেছিলেন আপনারাই।’

‘বিএনপি জঙ্গিবাদের মদদদাতা’ তথ্যমন্ত্রীর এ বক্তব্যের জবাবে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে গণঅনশন কর্মসূচিতে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘সারাদেশে গুম অপহরণের ঘটনায় অভিযোগ রয়েছে, সরকারের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়, কিন্তু এর পর আর খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্র যখন এমন ভূমিকা পালন করে তখন দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা প্রমাণিত। বিরোধী দলকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ একই কাজ করেছিল ৭১ থেকে ৭৫ এ। একই সময়ে সরকারের বিরোধীতা করার জন্য হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ভয় দেখিয়ে বিরোধী দলকে নির্মূলের চেষ্টা চালাচ্ছে।’

ফখরুল বলেন, ‘গত তিন-চার মাসে ৩শ’র মতো মানুষ অপহরণ হয়েছে। এর মধ্যে গুম হয়েছে ৬১ জন, হত্যা করা হয়েছে ১শ জনকে। বাকিগুলোকে পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সমগ্র দেশের মানুষ আপনাদের শত্রুতে পরিণত হয়েছে।’

নারায়ণগঞ্জের ঘটনায় নূর হোসেনের বাসায় ১১ দিন পর তল্লাশির ঘটনায় তিনি বলেন, ‘এতদিন করলেন না এখন করছেন কেন? আসলে মানুষের মাঝে বিভ্রান্তি ও আইওয়াশ করার জন্যই এমনটি করা হচ্ছে।’

গণঅনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনশনে যোগ দেবেন। কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী এ গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top