সকল মেনু

কোটালীপাড়ার ঘাঘর ইউনিয়ন বিলুপ্তর প্রতিবাদে মানববন্ধন

 গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ  গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর ইউনিয়ন বিলুপ্তর প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার ঘাঘর ইউনিয়ন পরিষদের সামনে কোটালীপাড়া-কান্দি সড়কের উপর হাতে হাত ধরে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ঘাঘর ইউনিয়ন বিলুপ্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্ল­াকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে এ ইউনিয়নের শত শত নারী-পুরুষ অংশ নেয়।এসময় বক্তব্য রাখেন, ঘাঘর ইউনিয়ন চেয়ারম্যান নাদের আলী মিয়া, ইউপি সদস্য আব্দুস সামাদ গাজী, মোঃ এছাহাক মিয়া, নিখিল চন্দ্র বালা, কবিরুল ইসলাম হাজরা, রেখা পারভীন প্রমুখ।এসময় বক্তরা বলেন, ঘাঘর ইউনিয়ন বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অসাধু ব্যক্তিরা। ঘাঘর ইউনিয়ন বিলুপ্ত হলে এ ইউনিয়নের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার হারাবে। তারা আরও বলেন অবিলম্বে ওয়ার্ড বিন্যাসের কাজ বন্ধ করতে হবে। তা না হলে আমার আন্দোলনের আরও কঠোর কর্মসূচী দিবো ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top