সকল মেনু

কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি সহ আটক-১

 এসএস মিঠু , জয়পুরহাট :  রোববার জেলার ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রাম থেকে ১শ’ ৭কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি একটি প্রাচীন শিবলিঙ্গ মুর্তি  উদ্ধার সহ নুরুজ্জামান(৪৩) নামে এক মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব। আটক মূর্তি ব্যবসায়ী নুরুজ্জামান একই গ্রামের মিরাজ উদ্দীনের ছেলে। উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা ৩৮ইঞ্চি এবং প্রস্থ এর  এক মাথা ৩২দশমিক ২ ও অপর মাথা ২৬ইঞ্চি। মূর্তিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪কোটি ২৮লক্ষাধিক টাকা। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান,‘ ক্ষেতলালের কুসুমশহর গ্রামে গোপনে প্রাচীন মূর্তি কেনাবেচা  হচ্ছে নিজস্ব গোয়েন্দা সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে র‌্যাব সদস্যরা উল্লেখিত  গ্রামে  আকস্মিক অভিযান চালিয়ে একটি  প্রাচীন শিবলিঙ্গ  মূর্তিটি সহ কথিত  মূর্তি ব্যবসায়ী নুরুজ্জামান কে হাতেনাতে আটক করে। সে দীর্ঘদিন থেকে কষ্টি পাথরের তৈরি প্রাচীন বিভিন্ন মূর্তি কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।জয়পুরহাট  র‌্যাব  ক্যাম্পে নিয়ে ব্যাপক  জিজ্ঞাসাবাদ শেষে  তাকে ক্ষেতলাল  থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top