সকল মেনু

বাংলা বর্ষবরণ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:বাংলা বর্ষবরণ উপলক্ষে চাঁদপুরে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ন’টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাট থেকে ওই র‌্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার কর্মী রং-বেরঙ্গের প্লেকাড, ফেষ্টুন, চারু শিল্প নিয়ে এতে অংশগ্রহন করে। জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর তীরে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। জেলার ১৯ টি সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। পহেলা বৈশাখ উপলক্ষে চাঁদপুরে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। শহরের বড়ষ্টেশন মোলহেডে বসেছে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলা। চাঁদপুর পুলিশ লাইন, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পুরাণবাজার উদয়ন সংগীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনও নানা অনুষ্ঠান পালন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top