সকল মেনু

শিক্ষাক্ষেত্রে অমূল পরিবর্তন বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে-রেলমন্ত্রী মুজিবুল হক

 এস এন ইউসুফ,কুমিল্লা: রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অমূল পরিবর্তন হয়েছে যা ইতিহাস হয়ে থাকবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ হবে নিরক্ষর মুক্ত সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা। মন্ত্রী ১২ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় অন্যেরা এলে দেশের সম্পদ লুটপাট হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে যারা যুগে যুগে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করেছে তারা জনগণ থেকে বিচিন্ন হয়ে গেছে। তাই দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামীলীগের বিকল্প শেখ হাসিনার বিকল্প কেউ নেই। দেশের ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আর্দশের বিষয়ে সকলে জানাতে হবে। বিশ্বের মধ্যে যে কয়টি দেশ এগিয়ে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ভি পি ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান আব্দুস সোবহান ভূঞা হাসান, কাজী আব্দুল কাইয়ূম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নরুল ইসলাম হাজারী, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর পরিচালক জাকির হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top