সকল মেনু

কুড়িগ্রামে জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য আটক

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি এলাকা থেকে সাতটি ককটেল ও দুইটি রামদাসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক জেএমবি সদস্যরা হলেন, কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার মৃত শরীয়াত উল্যাহর পুত্র আনোয়ার হোসেন (৩১), সিঅ্যান্ডবি ঘাট এলাকার মৃত তপর উদ্দিনের পুত্র জাবেদ আলী ওরফে জুবায়ের (২৫) ও রংপুর কোতোয়ালীর পশ্চিম বাবুখাঁ গ্রামের নওশাদ আলীর পুত্র মনোয়ার হোসেন বিপ্লব (৩৪)।কুড়িগ্রাম পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, তাদের বিরুদ্ধে বোমাহামলা ও নাশতার অভিযোগে আদালতে বিচারাধীন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন পহেলা বৈশাখে নাকশতা মুলক কর্মকান্ডের উদ্দেশ্যে পরিকল্পনা চালাচ্ছিলো তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top