সকল মেনু

কুড়িগ্রামে মতবিনিময় সভা

  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ‘বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু প্রত্যাশিত শিখনফল অর্জন করবে’ এ উদ্দেশ্যকে সামনে রেখে কুড়িগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিন ব্যাপী মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। আরডিআরএস-র প্রকল্প সম্বন্নয়কারী শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপর বিভাগের প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার, সদর নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, পিটিআই সুপার নুর মোহাম্মদ আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রীড সেভ দ্যা চিল্ড্রেন ইন্টারন্যাশনাল চিফ অফ পার্টি লিয়েনা গার্ট্স, ডিপুটি প্রোগ্রাম ডিরেক্টর শাহিন ইসলাম, সাংবাদিক সফি খান, ডাঃ জি এম ক্যাপ্টেন, রহিমুল ফারুক, বদরুন্নেছা বিথী প্রমূখ।    রীড প্রকল্পের ৬টি বিভাগের ২৩টি জেলায় ১২৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান প্রতিভা কর্মসূচিতে দুই বছরে রীড প্রকল্পের কর্ম-কৌশল, পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে শিশুকে পড়ার সামর্থ্য অর্জন,  শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে। এ কর্মসুচি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের বর্ণজ্ঞান, ধ্বনিগত সচেতনতা, সাবলীলতা, শব্দ শেখা এবং বোধগম্যতা অর্জন করতে পারবে। কাঠামোগত পরিবর্তনে পদ্ধতিগত সমস্যা চিহ্নিত ও উপকরণ সরবরাহ বিভিন্ন স্কুল, অঞ্চল ইত্যাদির মধ্যে তুলনা করার প্রাপ্ত সমন্বিত করার উপর আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top