সকল মেনু

ব্রিটেনে প্রতিমাসে ৪৪ হাজার শিশু পর্নো দেখে

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ব্রিটেনের প্রাইমারি স্কুলের কমপক্ষে ৪৪ হাজার শিশু শিক্ষার্থী একমাসে পর্নোগ্রাফির ওয়েবসাইটে প্রবেশ করে বলে সম্প্রতি দেশটির এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের অনলাইন ভিডিও নিয়ন্ত্রক সংস্থা দ্য অথরিটি ফর টেলিভিশন অনডিমান্ড (এটিভিওডি) প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

সমীক্ষায় বলা হয়, এক মাসে প্রাইমারি স্কুলের অন্তত ৪৪ হাজার শিশু পর্নোসাইটে প্রবেশ করে। অপরদিকে যাদের বয়স ১৬ বছরের নিচে, তাদের মধ্যে প্রায় দুই লাখ কিশোর প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে প্রবেশ করে।

২০১৩ সালের ডিসেম্বরে এ সমীক্ষাটি চালানো হয়। ডেস্কটপ ও ল্যাপটপ থেকে শিশু ও কিশোরদের ইন্টারনেটব্যবহারের গতি-প্রকৃতি অনুসন্ধান করে সমীক্ষাটির এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এদিকে, সমীক্ষাটিতে এ তথ্য উঠে আসার পর পর্নো দেখা থেকে শিশুদের সুরক্ষায় আইন পরিবর্তন করা দরকার বলে জানায় এটিভিওটি।

একইসাথে পর্নোসাইটগুলোতে শিশুদের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top